ভাস্কর্য

💬 : 0 comment


ভাস্কর্য

মারজান মারুফ


ভাস্কর্য বা মূর্তি বলেন

যেই লাউ সেই কদু

ইসলামে যার নেই সমর্থন

যে যা-ই বলেন দাদু।


যে কাজ করলে দেশ ও জাতি

মেনে নেবে না

তেমন কোনকিছুই করা

কারোর উচিত না।


দলের চেয়ে দেশ বড়

দেশের চেয়ে ধর্ম

ধর্মটাকে সম্মান দিয়ে

ছাড়ুন অপকর্ম।


আমরা হলাম শান্ত মনের

শান্তি প্রিয় জাতি

চাইনা কোন ইস্যু নিয়ে

হোক বা হাতাহাতি।


দেশের তরে দশের তরে

আসুন এক হই

সুখে দুঃখে পাশাপাশি

সবাই মিলে রই।

No comments: