ঈদ

 


ঈদ,,,,,,,

নাহিদা জান্নাত মাছুমা 


হিংসা দ্বেষ লোভ মনের 

যত কালি,

ঈদের দিনে দেবো সব 

পশুর সাথে বলি।


কপটতা  ঘৃনা নিন্দা 

মন্দ যত বুলি,

কাম ক্রোধ পরনিন্দা

একেবারে ভুলি। 


শত্রু মিত্র ধনী গরীব 

নাহি ভেদাভেদ, 

ভুলে গিয়ে ঈদে 

জীবন হোক প্রভেদ। 


বাকাঁ চাঁদের হাসি পেয়ে

ঈদ আসে ঐ ছুঠি, 

গ্রাম শহর রং মেখে সব

পালন করে ঈদ দুটি। 


আমরা সবাই আমোদ করে 

নতুন জামা কাপড় পরি,

চলো সবাই আল্লাহর রাহে

জান্নাতের পথ ধরি।


সঠিক  পথে সঠিক দ্বীনে 

চলার চেষ্টা করি,

চলো মানুষ আল্লাহর রাহে

সুখের জীবন লাভ করি। 


কুরআন পড়ি হাদিস পড়ি 

জীবনটাকে গঠন করি, 

চলো মানুষ সবাই মিলে

বেহেস্তের খোঁজ করি।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Featured post